প্রশ্নপত্র জালিয়াতি ঠেকাতে লিখিত পদ্ধতিতে জবির ভর্তি পরীক্ষা
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৯ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩২
।। জগেশ রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট ।।
জবি: ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতি ঠেকিয়ে মেধাবীদের সুযোগ দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
সারাবাংলা.নেটের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভর্তি জালিয়াতি বেড়ে গেছে। চাইলেও রোধ করা সম্ভব হচ্ছে না প্রশ্নপত্র জালিয়াতি। তাই আমরা লিখিত পদ্ধিতিতে এবার পরীক্ষা নিচ্ছি যেন কেউ জালিয়াতি করে ভর্তি হতে না পারে।
এই পদ্ধতিতে পরীক্ষায় কতটা সফলতা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা মেধাবীদের সুযোগ করে দিতে চাই। যারা পরবর্তী প্রজন্মকে সামনে থেকে নেতৃত্ব দেবে।
এবার ১-নং ইউনিটে (বিজ্ঞান শাখা) ৮২৫টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ১৩৫ জন, ২ নং ইউনিটে (মানবিক শাখা) ১ হাজার ২৭০টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৭১৫ জন, ৩ নং ইউনিটে (বাণিজ্য শাখা) ৫২০টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৮৯৩ জন এবং বিশেষায়িত চারটি বিভাগ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন) বিভাগে ১৫০টি আসনে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ ছাড়া সব মিলিয়ে ২ হাজার ৭৬৫টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার (Application ID Number) ব্যবহার করে ছবি ও স্বাক্ষর আপলোড (Upload) করে ফাইনাল সাবমিট (Final Submit) করতে পারবে। কেবল ফাইনাল সাবমিট Final Submit করা শিক্ষার্থীরায় ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করবে।
উল্লখ্যে, ইউনিট-১-এর ভর্তি পরীক্ষা ২৯ সেপ্টেম্বর (শনিবার), ইউনিট-২-এর ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর (শনিবার), ইউনিট-৩-এর ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর (শনিবার) সকাল (১০টা থেকে ১১টা) এবং বিকেল (৩টা হতে ৪টা) দুটি শিফটে অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও বিশেষায়িত বিভাগগুলোর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য (http://admission.jnu.ac.bd অথবা http:// admissionjnu.info) ওয়েবসাইটে পাওয়া যাবে ।
সারাবাংলা/জেআর/এমআই