Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ ছিনতাইকারী গ্রেফতার


১২ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একজনের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।

তিনি সারাবাংলাকে জানান, গত ৩০ আগস্ট চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় বাংলাদেশ ফার্নিচার দোকানের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তির ২ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়। নগরীর বহদ্দারহাট থেকে টাকা তুলে অটোরিকশায় করে হামিদচর এলাকায় বাড়িতে যাবার পথে তিনি ছিনতািকারীর কবলে পড়েন।

এই ঘটনায় মামলা দায়েরের পর ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার হওয়া দুজন হল- মো. সোহেল ও মো. রায়হান।

গ্রেফতারের পর বুধবার সন্ধ্যায় দুজন ছিনতাইয়ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জোবায়ের সৈয়দ।

সারাবাংলা/আরডি/এমআই

ছিনতাইকারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর