সর্বনাশা পদ্মা…
১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০২
পদ্মার ভাঙন গ্রাস করতে শুরু করেছে, শরীয়তপুরের নড়িয়া উপজেলা। এক সময়ের শীর্ণ নদীটি অবিরাম তীর ভেঙে বাড়িয়ে চলেছে তার চলার পরিধি। পাড়ের মানুষদের নিংস্ব করে দিয়ে চলছে তার ভাঙা-গড়ার খেলা।
ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপপন্ডেন্ট হাবিবুর রহমান
চলছে বিরামহীন ভাঙন…
ধনীর অট্টালিকা থেকে গরীবের কুটির কোনো কিছুই বাদ পড়ছে না তার কবল থেকে
সামনে যাকে পাচ্ছে তাকেই ভাসিয়ে নিয়ে চলেছে…
অসহায় অপেক্ষা…
ঝড়ের মুখে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে সব প্রচেষ্টা…
যতটুকু পারা যায় রক্ষার চেষ্টা
সংসারের প্রয়োজন ঘুচিয়েছে বহু আগে, নদীর বুকে বিলীন হওয়ার জন্য ফেলে গেছে কোনো গৃহস্থ…