Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মির্জা ফখরুল দেশের দায়িত্ব নেবেন?’


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫২

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দলের দাবিকে মামা বাড়ির আবদারের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, তাহলে দেশের দায়িত্ব নেবেন কে? মির্জা ফখরুল? মামা বাড়ির আবদার! সবকিছুই সংবিধান অনুযায়ী চলবে, আমরা সংবিধানের বাইরে যাব না।’

বুধবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এই সভায় সভাপতিত্ব করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচন হবে পবিত্র সংবিধান অনুযায়ী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।’

নির্বাচনের আগে বিএনপি চেয়ারসপারসন খালেদা জিয়ার মুক্তির যে দাবি বিএনপির নেতারা তুলেছেন, তার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। এখানে সরকারের কিছু করার নেই। সরকার যদি আদালতের ওপর হস্তক্ষেপ করতোই তাহলে ৩০টির ওপরে মামলায় খালেদা জিয়ার জামিন পেতেন না। বারবার বলেছি, আবারও বলছি, এটা আদালতের বিষয়।’

তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে বিএনপির দাবি উড়িয়ে দিয়ে সরকারের এই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অক্টোবর মাসের পর আর সংসদ বসবে না। মন্ত্রীরা শুধু রুটিন ওয়ার্ক করবেন। সংসদ আনুষ্ঠানিকভাবে ভাঙা হবে না, তবে সংসদ বসবে না, যদি না দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়।

বিজ্ঞাপন

জাতিসংঘ বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে কি না— জানতে চাইলে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে অবিরাম নালিশ করে চলেছে। আরও নালিশ হয়তো তারা দেবে। তবে ডাকলে যেতেই পারে। এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। জনগণই আমাদের শক্তি। জাতিসংঘ ডাকতে পারে, কথা বলতে পারে। কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নেব। সংবিধান বহির্ভূত কোনো চাপের কাছে নতি স্বীকার করব না।’

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

ওবায়দুল কাদের নির্বাচনের তফসিল প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর