Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতেঙ্গায় ভেসে যাওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার


১১ সেপ্টেম্বর ২০১৮ ২২:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এস এম আসিফ শাহরিয়ার রুবেল নামে ওই কলেজ ছাত্রের লাশ জালে আটকে ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আসিফ শাহরিয়ারের লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ভেসে যাওয়ার স্থান থেকে আনুমানিক ৩০০ গজ দূরে জেলেদের জালে লাশটি আটকে ছিল। ভাটার সময় সেখানে তল্লাশি করে লাশটি পাওয়া গেছে।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুই কলেজ ছাত্র ঢেউয়ের তোড়ে ভেসে যান। তবে দুজনের মধ্যে নাফিস খান নামে একজনকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হন।

আনুমানিক ১৭ বছর বয়সী রুবেল ও নাফিস নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

নাফিস খান চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পাঠাইন্যাগোদা এলাকার আসউর খানের ছেলে। আর আসিফ শাহরিয়ার কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজরা গ্রামের মো.বারেকুল হকের ছেলে।

আরো পড়ুন : সাগরে নেমে নিখোঁজ কলেজছাত্র, একজন উদ্ধার

সারাবাংলা/আরডি/এসএমএন

 

নিখোঁজ পতেঙ্গা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর