কোস্টারিকায় বিমান বিধ্বস্ত, নিহত ১২
১ জানুয়ারি ২০১৮ ০৯:৪৮ | আপডেট: ১ জানুয়ারি ২০১৮ ১০:৩৬
সারাবাংলা ডেস্ক
কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্র ও ২ জন কোস্টারিকার নাগরিক।
কোস্টারিকার গোয়ানাকাস্তে প্রদেশের পুন্টা ইজলিতা এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিমানটিতে ১০ জন যাত্রী ও দুই জন পাইলট ছিলেন। যাত্রীদের ১০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, আর পাইলট দুই জন কোস্টারিকার নাগরিক।
বিমান দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর নিহতদের পরিচয়ও জানা যায়নি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুল্লারমো সলিস রিভেরা।
সারাবাংলা/টিএম/আইজেকে