Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চীমবঙ্গের হুগলী নদীতে বাংলাদেশি জাহাজ ডুবি, উদ্ধার ১০


১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৬

।। কলকাতা থেকে ।।

পশ্চীমবঙ্গের হুগলী নদীতে এমভি সোম-৩ নামের একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেছে। তবে উদ্ধার হয়েছে ১০ বাংলাদেশি নাবিক।

এমভি সোম নামে ঐ জাহাজটি পশ্চিমবঙ্গ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে বাংলাদেশের দিকে আসছিল।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার হরিবল্লভপুরের কাছে হুগলি নদীতে ডুবু চরে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে শুরু করে। সেই সময় নদীতে মাছ ধরতে থাকা স্থানীয় একাধিক মাছ ধরার নৌকার মৎস্যজীবীরা ও মহিষাদল থানার লোজকন ১০ জনকে উদ্ধার করে ওই জাহাজ থেকে। তারা মহিষাদল থানায় রয়েছেন।

জাহাজের নাবিকরা জানান, বজবজ থেকে ছাই নিয়ে নামখানা হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল, হঠাৎই হুইলের চেন কেটে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যায়। কাছেই থাকা একটি বয়াতে ধাক্কা মারার ফলে তলার দিকে ফুটো হয়ে জল ঢুকতে থাকে। চেষ্টা করা হয় জাহাজটাকে যাতে কোন রকমে পাড়ের দিকে আনা যায়, ততখনে ডুবতে শুরু করেছে জাহাজ।

সারাবাংলা/এমআই

নৌকা ডুবি পশ্চীমবঙ্গ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর