Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় গ্যাস ট্যাংকের বিস্ফোরণে নিহত ৩৫


১১ সেপ্টেম্বর ২০১৮ ১১:০১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নাইজেরিয়ার নাসারাও প্রদেশে একটি গ্যাস ট্যাংকের বিস্ফোরণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক আহত হয়েছেন। বিস্ফোরণের পর প্রচণ্ড অগ্ন্যুৎপাত শুরু হলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সোমবার (১০ সেপ্টেম্বর) এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে দেশটির জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কমিটিরি এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী আবুজার সঙ্গে সংযুক্ত লাফিয়া-মাকুরদি রোডের পাশের একটি পেট্রোল পাম্পে এই দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলা কমিটির পরিচালক ওসমান আহমেদ একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ঘটনাস্থলে একটি ট্রাক বিস্ফোরণ ঘটেছে।

এ ছাড়া এ দুর্ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমআই

গ্যাস ট্যাং বিস্ফোরণ নাইজেরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর