Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভায় মোটরসাইকেল নীতিমালা অনুমোদন


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশীয় মোটরসাইকেল উৎপাদনের প্রসার ঘটাতে মোটরসাইকেল খাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হবে বিশ্বমানের মোটরসাইকেল।

সোমবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি জানান, আমাদের দেশে দেশজ ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশে নতুন মোটরসাইকেল নির্মাণের জন্য এ নীতিমালা অনুমোদন পেল। নীতিমালায় মোটরসাইকেল উৎপাদনের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে কমপক্ষে ৫ লাখ এবং ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন করা হবে। এসব মোটরসাইকেল উৎপাদন করা হবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা হচ্ছে  এই নীতিমালার মূল উদ্দেশ্য। মোটরসাইকেল শিল্পে জিডিপির বর্তমান অবদান ০.৫ শতাংশ রয়েছে। এটা উন্নীত করে ২০২৫ সালের মধ্যে ২.৫ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মোটরসাইকেল খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমানে কর্মসংস্থানের সংখ্যা ৫ লাখ থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ নীতিমালার মাধ্যমে দেশে বিদ্যমান মোটরসাইকেল যন্ত্রাংশ এনে মোটরসাইকেল তৈরির পরিবর্তে বিশ্বমানের কারখানা তৈরিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টির করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/জেএএম

মন্ত্রিসভার বৈঠক মোটরসাইকেল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর