Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের ডাকে সাড়া দেননি আমীর খসরু


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই দফা তলব করা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে সাড়া দেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১০ সেপ্টেম্বর) তাকে দুদকে হাজির থাকতে বলা হয়েছিল।

তবে দিনটিতে তিনি দুদকে হাজির হননি বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে, গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুলের সই করা এক চিঠিতে আমীর খসরুকে তলব করা হয়। ওই চিঠিতে ২৮ আগস্ট সকাল ১০ টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে বিএনপি নেতা খসরু দুদকে হাজির না হয়ে তার আইনজীবীর মাধ্যমে এক মাস সময় চান। তা আমলে না নিয়ে কিছুটা সময় বাড়িয়ে পুনরায় ১০ সেপ্টেম্বর তাকে হাজির হতে নির্দেশ দেয় দুদক।

দুদক সূত্র জানায়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজে, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

গত ১৩ আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

সারাবাংলা/ইএইচটি/একে

আমীর খসরু দুদক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর