Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহিংস রাজনীতি বন্ধে জাতীয় পার্টির শাসন অপরিহার্য: জাপা মহাসচিব


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি ‘বিগ ফ্যাক্টর’।

রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জাপা মহাসচিব।

রুহুল আমিন হাওলাদার বলেন, আওয়ামী লীগ ও বিএনপি’র ২৭ বছরের শাসনে দেশবাসী এখন বিরক্ত। তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সুশাসন ফিরে পেতে চায়। ইতোমধ্যে প্রমাণ হয়েছে জাতীয় পার্টি ছাড়া দেশে আর কেউ সুশাসন দিতে পারবে না। দেশে সহিংস রাজনীতি বন্ধ করতে জাতীয় পার্টির শাসন এখন অপরিহার্য হয়ে পড়েছে। আগামী নির্বাচনে প্রমাণ হবে, দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়ন কর্মকাণ্ড ভোলেনি, মানুষ এখনো রাজনীতির জীবন্ত কিংবদন্তী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসে।

মতবিনিময় সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এটি

জাতীয় পার্টি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর