Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাখাতের গঠনমূলক সমালোচনার আহ্বান শিক্ষামন্ত্রীর


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: লেখনীর মাধ্যমে শিক্ষাখাতের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদটি জানতে চান। বস্তুনিষ্ঠ সংবাদই আমরা আশা করি। খবর বস্তুনিষ্ঠ হলে আত্মসমালোচনার সুযোগ থাকে।

রোববার (৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মিডিয়াকর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ ও গভীর। সাংবাদিক বন্ধুরা শিক্ষা পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, বিরুদ্ধে যায় এমন সংবাদ ছাপলেও আমরা অখুশি হই না। বরং এ বিষয়টি সম্পর্কে ভালভাবে জানবার সুযোগ তৈরি হয়। গঠনমূলক সমালোচনা হলে ভুলটাকে সংশোধন করা যায়।

শিক্ষা বিট রিপোর্টারদের নবগঠিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর গঠনকে স্বাগত জানিয়ে সংগঠনটির সাফল্য কামনা করেন শিক্ষামন্ত্রী। গঠনমূলক সমালোচনার মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহায়তা করার জন্য তিনি সংগঠনের সদস্যদের প্রতি আহবান জানান এবং শিক্ষার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং এসডিজি লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। কারিগরি ও দক্ষতা বৃদ্ধিমূলক এবং বাস্তবে কাজে লাগে এমন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। অর্থপূর্ণ একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী বিষয় ও বিভাগ চালু করা হয়েছে। কয়েকটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইরাব-এর সভাপতি সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার নিজামুল হক এবং ইরাবের সহসভাপতি মুসতাক আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরাবের সাধারণ সম্পাদক সাব্বির নেওয়াজ।

এর আগে অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। অভিষেক অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সারাবাংলা/এমএস/এমআই

ইরাব শিক্ষামন্ত্রী সমালোচনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর