Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেল কোড অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫১ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা:  জেল কোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার বেগম খালেদা জিয়াকে গতবারও দেখেছেন, যে বোর্ড গঠন হয়েছিল তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, সেভাবে আবারও তাকে আমাদের সরকারি বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে সুপারিশ অনুযায়ী আমরা আমাদের যে নীতিমালা সে নীতিমালা অনুযায়ী সবোর্চ্চ ব্যবস্থা গ্রহণ করব। যদি প্রয়োজন হয়।’

রোববার (৯ আগস্ট) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করে চলে যাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের স্থায়ী কমিটিপর ৭ জন সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। তারা তাদের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যে অন্তরীণ আছেন, তার স্বাস্থ্য সম্পর্কে কিছু অনুরোধ লিখিত আকারে আমাদের কাছে করে গিয়েছেন। তারা জানিয়েছেন যে, বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার অসুস্থততার মাত্রা বেড়ে যাচ্ছে। এর আগেও যেরকম অনুরোধ করেছিলেন অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবার তা লিখিত দিয়েছেন। লিখিত আবেদনটির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সচিব (সুরক্ষা ও সেবা বিভাগ) এবং কারা মহাপরিদর্শককে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনারা জানেন তিনি কারা অন্তরীণ হওয়ার পরে তিনি আর্থ্রাইটিস এবং অন্যান্য রোগে ভুগতেন। তাদের অনুরোধে আমরা তার সঙ্গে থাকার মত একজন মহিলাকে অ্যালাউ করেছি, তাকে সেবা করার জন্য। তিনিও কিন্তু কারাগারে আছেন। তারপরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা প্রয়োজন আমরা কিন্তু সবই করে যাচ্ছি। কারাগারে একজন ফিজিওথেরাপিস্ট একদিন পর একদিন গিয়ে তাকে থেরাপি দিয়ে যাচ্ছেন।’

কামাল বলেন, ‘এছাড়া প্রতি সপ্তাহে আমাদের ডাক্তাররা তাকে পরীক্ষা করছেন। শুধু তাই নয়, একজন ডাক্তার একজন ফার্মাসিস্ট প্রতিদিনই তাকে চেক করছেন। আমাদের আইজি (প্রিজন) এটা জানিয়েছেন। তাদেরও জানিয়ে দিয়েছেন। জেল কোড অনুযায়ী সবোর্চ্চ যে সুযোগ সুবিধা দেওয়ার সেটা আমরা দিচ্ছি। যাতে তার কোনোরকম অসুবিধা না হয়। তারপরেও তারা যে কথাটি বলেছেন, তারা মনে করছেন বেগম জিয়ার স্বাস্থ্য অবনতি হচ্ছে, সে জন্য তাকে ইউনাইটেড হাসপাতাল নেওয়ার কথা বলছেন। এবার নতুন করে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার কথা বলেছেন। আমরা সেটিই তাদের জানিয়ে দিয়েছি, আমরা মেডিকেল বোর্ড আবার গঠন করব। তাদের পরামর্শ অনুযায়ী সবোর্চ্চ ব্যবস্থা নেব। প্রয়োজন অনুযায়ী।’

বেসরকারি হাসপাতালে যাওয়ার সুযোগ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নীতিমালা অনুযায়ী সরকারি হাসপাতালেই নিতে হবে। এটিই হলো আমাদের জেলা কোড অনুযায়ী ব্যবস্থা। সবচেয়ে বড় বড় হাসপাতালগুলো কিন্তু সরকারি হাসপাতাল। আমি কিন্তু আগেও বলেছি বঙ্গবন্ধু হাসপাতাল ছাড়াও সেগুলো সরকারি হাসপাতাল সেখানে খালেদা জিয়াকে নিয়ে যাব বলেছিলাম। তখন তারা তাতেও একমত হননি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ডাক্তাররা যদি মনে করে আমাদের পিজি কিংবা সরকারি হাসপাতালে এসমস্ত সুযোগ সুবিধা নেই, তাহলেই বেসরকারি হাসপাতালে নেওয়ার প্রশ্ন আসে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি কিন্তু আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছেন। আমরা নিয়মিত তার স্বাস্থ্য-পরীক্ষা করছি। যখন প্রয়োজন হচ্ছে তখন বিভিন্ন ধরনের টেস্টও হচ্ছে। এখানে আমাদের কিন্তু চেষ্টার ক্রুটি নেই। সবসময়ই তার স্বাস্থ্যের প্রতি কারা কর্তৃপক্ষ বিশেষ নজরে রেখেছেন। তারপরেও বিএনপির নেতারা যা বলেছেন, সেরকম পরিস্থিতি হয়েছে কি না তা ডাক্তাররা পরীক্ষা করবেন। তবে খালেদা জিয়ার স্বাস্থ্য অবনতি হচ্ছে এমন কোনো রিপোর্ট আমার কাছে নেই। এখন বিশেষজ্ঞ ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে যেটা বলছেন সেটাই করা হবে।’

এর আগে রোববার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সচিবালয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৌনে ১ ঘণ্টা বৈঠক করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সারাবাংলা/এইচএ/একে

আরও পড়ুন-

চোখ ফুলে গেছে খালেদা জিয়ার, বাম হাত নাড়াতে পারছেন না

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর