‘খালেদা জিয়ার ভাগ্য শেখ হাসিনার মর্জির ওপর’
৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: খালেদা জিয়ার ভাগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্জির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (০৯ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘অভুক্ত রেখে, বিনা চিকিৎসায় ভোগানোর জন্য বেগম জিয়াকে কারাবন্দি রেখেছেন শেখ হাসিনা। কারাবন্দি বেগম জিয়ার ভাগ্য আদালতের ওপর নির্ভরশীল নয়, তা নির্ভর করে শেখ হাসিনার মর্জির ওপর।’
দেশবাসী খালেদা জিয়ার জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে দাবি করে রিজভী বলেন, ‘বেগম জিয়া এতটাই অসুস্থ যে, তার বাম হাত ও পা প্রায় অবশ হয়ে গেছে। চলাফেরা দূরের কথা, তিনি উঠে দাঁড়াতেও পারছেন না। সাংবাদিকরা তার এ অবস্থা নিজ চোখে দেখে পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেছেন। তারপরও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কারা কর্তৃপক্ষ একই সুরে বলেছেন বেগম জিয়া ততটা অসুস্থ নন।’
‘আওয়ামী লীগ নেতা ও কারা কর্তৃপক্ষের বক্তব্য চরম অমানবিকতার নিষ্ঠুর বহিঃপ্রকাশ ও নিষ্ঠুর রসিকতা। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে নিঃশেষ করে দিতেই আওয়ামী সরকার তাকে চিকিৎসা না দিয়ে নিষ্ঠুর ও অমানবিক পথ বেছে নিয়েছে’— অভিযোগ রিজভীর।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা ভাল হবে না বলে সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, ‘বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল বোর্ডের চিকিৎসক এবং সবশেষে আইনজীবীরা তাকে বাঁচানোর জন্য অবিলম্বে ইউনাইটেড হাসপাতাল অথবা বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জোর দাবি জানিয়েছেন। কিন্তু এখনও সরকার ও কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’
‘বেগম জিয়ার জীবন হুমকির মুখে থাকবে, আর দেশবাসী চেয়ে চেয়ে দেখবে— তা হবে না। কালবিলম্ব না করে তাকে ই্উনাইটেড বা অন্য কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে’— বলেন রিজভী।
সারাবাংলা/এজেড/একে
খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিএনপি বিএনপি চেয়ারপারসন রুহুল কবির রিজভী