Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের কারণে প্রাণ দিলেন তারা মিয়া


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর : গাজীপুরে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ সেপ্টেম্বর) সকালে সিটি করপোরেশনের পূবাইলের মাজুখান মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩২)। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার গফুর মিয়ার ছেলে।

এদিকে তারা মিয়াকে হত্যার ঘটনায় আকলিমা (২৬), তার মা মনোয়ারা বেগম (৬৫) ও ভাই মাজেদুল ইসলামকে (৪০) আটক করা হয়েছে।

জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির উপপরিদর্শক মো. সফিকুল আলম জানান, কয়েক বছর আগে মধ্য মাজুখান এলাকার বাসিন্দা আলাউদ্দিন মারা যান। তার স্ত্রী আকলিমার সঙ্গে তাদের বাড়ির সাবেক ভাড়াটিয়া তারা মিয়ার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এতে তারা মিয়ার সঙ্গে আকলিমার বাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয় এবং বিরোধ সৃষ্টি হয়।

এরপর বাসা বদল করে তারামিয়ার পরিবার। তবে মাজুখান এলাকার অন্য বাসায় চলে যাওয়ার পরেও তারামিয়ার সঙ্গে আকলিমার সম্পর্ক চলতে থাকে। এর জের ধরে রোববার সকাল সাড়ে ৬ টার দিকে আকলিমার পরিবারের লোকজন তারা মিয়াকে তাদের বাড়িতে ডেকে আনে এবং তাকে বেধড়ক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে তারা মিয়ার লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে এই ঘটনার পর থেকে আকলিমার বাড়ির লোকজন পলাতক রয়েছে। তবে আকলিমা, তার মা ও ভাইকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/এসএমএন

তারা মিয়া প্রেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর