‘ঢাকা’কে নওয়াজউদ্দিনের না
৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫২
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
বলিউডের অন্যতম সেরা আবিস্কার বলা হয় নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। একের পর এক দারুন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। সবশেষ নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ ওয়েব সিরিজে অভিনয় করে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন নওয়াজ। চলতি মাসের ২১ তারিখ মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘মান্টো’। এটি নির্মিত হয়েছে ইন্দো-পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর জীবনির ওপর ভিত্তি করে। নওয়াজ এখন মান্টো ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন : শিল্পী সংস্থার দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠান শেষ
এছাড়া তিনি প্রথমবারের মতো তামিল ছবিতে অভিনয় করছেন। ‘পেত্তা’ নামের সেই ছবিতে তিনি পর্দা ভাগাভাগি করবেন তামিল মহাতারকা রজনীকান্তের সঙ্গে। এরপর তিনি ‘স্যাক্রেড গেমস’ এর দ্বিতীয় মৌসুমের শুটিং শুরু করবেন। তাই বলা যায় শিডিউলে জেরবার নওয়াজের দম ফেলার ফুসরত নেই।
এদিকে শোনা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকী নেটফ্লিক্সের পরবর্তী সিরিজ ‘ঢাকা’ তে অভিনয় করবেন। তবে সরবশেষ খবর হচ্ছে আপাতত এই ওয়েব সিরিজে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
নওয়াজউদ্দিন এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমেকে বলেন, ‘আমি এখন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে চাইছিনা। আগে হাতের ছবিগুলো পুরোপুরি শেষ করতে চাই। তারপর নতুন ছবি নিয়ে ভাববো। ‘
‘ঢাকা’ ওয়েব সিরিজের অভিনয় করবেন থর’খ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থ। শুধু তাই নয় ভারতে এর শুটিং হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/আরএসও/পিএম