Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ অসুস্থ মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দিতে বাছাই করেছে ভারত


৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মুক্তিযোদ্ধাদের উন্নতি ও কল্যাণের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে ভারত সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া। এরই মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ১০০ অসুস্থ মুক্তিযোদ্ধাকে বাছাই করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা শনিবার (৮ সেপ্টেম্বর) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা বৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানান।

ঢাকার ভারতীয় মিশন থেকে শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এই তথ্য জানান হয়।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা বৃত্তি চেক বিতরণ অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মুক্তিযুদ্ধ চলাকালীন ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্ট এর চেয়ারম্যান ড. আবুল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বীরোচিত প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, ভারত সরকার কয়েকটি পদক্ষেপ ও প্রকল্প চালু করেছে। মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্পটি এমনই একটি উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল। এই প্রকল্পের আওতায় ১২ হাজার ৬২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং ২১ কোটি টাকার একটি তহবিল ব্যবহার করা হয়েছে। বিগত ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনটি উদ্যোগের ঘোষণা দিয়েছিলেন- নতুন মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প, অসুস্থ মুক্তিযোদ্ধাদের ভারতে বিনামূল্যে চিকিৎসা ও সকল মুক্তিযোদ্ধার জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত ২০১৭ সালে নতুন মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প চালু হয়। এই প্রকল্পের আওতায় পরবর্তী ৫ বছরে ১০ হাজার শিক্ষার্থীকে স্নাতক এবং উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি প্রদান করা হবে এবং এই উদ্দেশ্যে ৩৫ কোটি টাকা ব্যয় করা হবে। পুরাতন এবং নতুন প্রকল্পগুলি একত্রিত হলে, ভারত সরকারের দ্বারা মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্পের জন্য মোট ৫৬ কোটি টাকা ব্যয় করা হবে।’

ভারত সরকার মুক্তিযোদ্ধাদের উন্নতি ও কল্যাণের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘১০০ জন অসুস্থ মুক্তিযোদ্ধা ভারতীয় সশস্ত্রবাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করবে। এ প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং খুব শীঘ্রই অসুস্থ মুক্তিযোদ্ধাগণ ভারতে যাওয়া শুরু করবেন। মেডিকেল প্রকল্পের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে ১০০ অসুস্থ মুক্তিযোদ্ধাকে বাছাই করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারত সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ‘পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা’ প্রদানের ঘোষণা দিয়েছে। মুক্তিযোদ্ধারা ইতোমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং এ পর্যন্ত ১৩৬১ জন মুক্তিযোদ্ধা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। এ প্রক্রিয়ার সুবিধার্থে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে ভিসা আবেদন জমাদানের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থাও চালু হয়েছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

চিকিৎসাসেবা মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর