Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইথিওপিয়া থেকে আসা ১৬০ কেজি খাট’র চালান জব্দ


৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ইথিওপিয়া থেকে আসা ১৬০ কেজি খাট’র একটি চালান জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটে ফরেইন পোস্ট অফিস থেকে নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী সারাবাংলাকে বলেন, গত ৬ সেপ্টেম্বর ভারত থেকে আসা জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৭৬ ফ্লাইটে ৯টি কার্টন আসে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের একটি দল এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) কার্টনগুলো হেফাজতে নেয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে ‘গ্রিন টি’র মতো দেখতে মাদকগুলো জব্দ করা হয়।

এনপিএস

অথোলো চৌধুরী জানান, ইথিওপিয়ার আদ্দিস আবাবার জিয়াদ মুহাম্মদ ইউসুফ এই কার্টনগুলো পাঠিয়েছেন। প্রাপকের নাম রয়েছে ‘এশা এন্টারপ্রাইজ’। তুরাগের বাদলদী এলাকার ডি ব্লকের দুই নম্বর রোডের ২৮ নম্বর বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে।

গত ৩১ আগস্ট একই ধরনের আরেকটি চালান জব্দ করা হয়। সেবার ৪৬০ কেজি এনপিএস এসেছিল।

সারাবাংলা/জেএ/এটি

এনপিএস খাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর