Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুচি জসিমের’ মৃত্যু, বন বিভাগের ৩০০ বিঘা জমি উদ্ধার


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৭ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার গজারি বনের ভেতর সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে সন্ত্রাসী জসিম ইকবাল ওরফে মুচি জসিম নিহত হওয়ার ৩৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে তার দখলে থাকা বন বিভাগের ৩০০ বিঘা জমি।

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার করা হয় বিশাল আয়তনের এই জমি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বন বিভাগের প্রায় ৩০০ বিঘা জমি দখল করে গড়ে তোলা হয়েছিল বহুতল পাকা বাড়ি, মসজিদ,সেমিপাকা বাসাবাড়ি, দোকান, জুতার কারখানা ইত্যাদি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জিত কুমার দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকায় বন বিভাগের প্রায় ৩০০ বিঘা জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করে বসবাস করে আসছিল চিহ্নিত সন্ত্রাসী ও বন খেকো জসিম ইকবাল ওরফে মুচি জসিম ও তার লোকজন। শনিবার দিনভর অভিযান করে দোকানপাট ও ঘর-বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় বনের জমি।

এর আগে গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার গজারি বনের ভেতর সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে সন্ত্রাসী জসিম নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বনখেকো জসিমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জসিমের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় ১৮টি বন আইনের মামলা রয়েছে।

অভিযানে গাজীপুর জেলা ও উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশ কর্মকর্তা- কর্মচারীরা অংশ নেন।

সারাবাংলা/এসএমএন

গাজীপুর বন দখল বন বিভাগ মুচি জসিম