Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের পদক্ষেপে শিক্ষার্থীরা বাড়তি গুরুত্ব পাচ্ছে: গাজী দস্তগীর


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০২ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, দেশ আজ অনেক এগিয়ে গেছে। শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন থেকে শুরু করে সব ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে।

শনিবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত জাতি ও আগামীর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ‌‌‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে স্কুল-কলেজ নির্মাণ ও শিক্ষার মান উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সময় নতুন বই কী তা দেখতে পেতাম না। স্কুল-কলেজের ভবন ছিল না। বিদ্যুৎ থাকতো না। আর এখন সরকার প্রতিবছর সারাদেশে নতুন বই দিচ্ছে শিক্ষার্থীদের। উন্নত শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করছে। বিদ্যুতের আলোয় সুন্দরভাবে লেখা-পড়া করছে।

এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগ সরকার সর্বদাই অঙ্গিকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, যে দেশ যত বেশি শিক্ষিত, সেই দেশ তত বেশি উন্নত। শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করেই থেমে থাকেনি। বরং শিক্ষক-শিক্ষিকাদের বেতন বাড়িয়েছে কয়েকগুণ। মাত্র ৫০০ টাকা থেকে বেতন বেড়ে এখন শিক্ষকদের বেতন ২০ হাজারেরও বেশি। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি বাড়তি গুরুত্বারোপ করতে আগ্রহী হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা।

এ ছাড়া সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল ফাতেহ মোহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ শাহজাহান ভূঁইয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ অাসন

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর