কাশফুলের কাব্য
৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ২১:৪১
অপরূপ সৌন্দর্যের জন্যই শরৎকে বলা হয় ঋতুর রানি। বর্ষার পরে আসে শরৎ, তাই এ ঋতুর আগমনের আগেই সিগ্ধ সাজে অপেক্ষা করে প্রকৃতি। আকাশে ভেসে বেড়ানো সাদা তুলার মতো মেঘ আর বিস্তৃর্ণ দিগন্তজুড়ে ফুটে থাকা কাশফুল এক অপার সৌন্দর্যের সৃষ্টি করে। রাজধানীর আফতাব নগর থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
ক্ষেতের আলে, নদীর কূলে
পুকুরের ঐ পাড়টায়।
হঠাৎ দেখি কাশ ফুটেছে
বাঁশবনের ঐ ধারটায়!
কিন্তু কখন ফুটেছে তা
কেউ পারে না বলতে,
সবাই শুধু থমকে দাঁড়ায়
গাঁয়ের পথে চলতে।
পুচ্ছ তোলা পাখির মতো
কাশবনে এক কন্যে,
তুলছে কাশের ময়ূর চূড়া
কালো খোঁপার জন্যে।
যেন শরত রাণী কাশের
বোরখাখানি খুলে,
কাশবনের ঐ আড়াল থেকে
নাচছে দুলে দুলে।
প্রথম কবে ফুটেছে কাশ
সেই শুধু তা জানে,
তাই তো সে তা সবার আগে
খোঁপায় বেঁধে আনে।
সারাবাংলা/এমআই