কুমিল্লায় জমি নিয়ে বিরোধ, ২ জনের মৃত্যু
৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১৫ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই জন মারা গেছেন। আহত হয়েছে অন্তত ১৫ জন।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিদলাই গ্রামে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানিয়েছেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিদলাই গ্রামের আমেরিকা প্রবাসী শামছুল হক গ্রুপের সঙ্গে আগে থেকেই বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা ছিল স্থানীয় লিটন গ্রুপের। এরই জের ধরে শনিবার সকালে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশি অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন একে অন্যকে আক্রমণ করে। এসময় শিদলাই গ্রামের আবদুল ওয়াদুদ মেম্বারের ছেলে খোরশেদ আলম (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরো অন্তত ১৬ জন।
আহতদের মধ্যে ছয়জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একই গ্রামের আবদুছ ছোবহানের ছেলে চা দোকানদার শানু মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য পাঁচজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দুইপক্ষের বিবাদ চলছে। এর কারণে গত দুই বছর তারা বাড়িছাড়া ছিলেন। শনিবার সকালে বাড়িতে আসলেই লিটন গ্রুপের লোকজন হামলা চালায়। তাতে দুজন মারা যায়। নিহত দুজনই শামছুল হক গ্রুপের বলেও জানান সোহেল রানা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর তারা পেয়েছেন। সংঘর্ষে দুই জনের মৃত্যুর ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসএমএন