Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদ্রিদে ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৯

।। কবির আল মাহমুদ, স্পেন থেকে।।

উৎসবমুখর পরিবেশে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সংগঠন ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানী মাদ্রিদ উপকণ্ঠ পিরামিড পার্কে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কমিউনিটির নেতা-কর্মী, ছাত্র-শিল্পী ও চাকরিজীবীরা অংশ নেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্বে ও তরুণ সংগঠক হুমায়ুন কবির রিগ্যানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজা আহমেদ।

বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকী, সাবেক সাধারণ সম্পাদক শিপার আহমেদ, কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, শাওন আহমেদ, আব্দুল আজিজ মবু, সুরমান আলী, হারুন মিয়া, আয়াস আলী, জিলাল হোসাইন, কামাল হোসেন, আহমদ আলী, লোকমান হোসেন, আফসার হোসেন, বিলাল হোসেন, ফয়সাল মিয়া।

আরও বক্তব্য দেন রেজা আহমদ, শিপন আহমদ, চুনু মিয়া, ইকবাল হোসেন, জগলু আহমদ, জাবের আহমদ, ছালেহ আহমদ, শাহিন আহমেদ, ফয়সাল মিয়া, আহমদ আলী, সুহেল আহমদ, এমরান হোসেন, রেজাউল ইসলাম, নিসু ও ইমু প্রমুখ

অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভিন্ন এক আমেজ সৃষ্টি হয়। সভায় বিপুল উপস্থিতির জন্য ফেঞ্চুগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতারা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর