Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১


৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলী আকবর নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার(০৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর উপজেলার চর বংশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে। পুলিশ জানান, এ ঘটনায় সফিকুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে। নিহতদের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

নিহতের ছেলে তৌহিদ ইসলাম জানান, পার্শ্ববর্তী নুরু মিয়ার সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ আছে। সকালে নুরু মিয়াসহ তার ছেলে জসিম, তৌহির ও জুয়েল ওই জমি থেকে ডাব পাড়তে গেলে আলী আকবর তাদের বাধা দেয়। এসময় বাক-বিতণ্ডার এক পর্যায়ে আলী আকবরকে কুপিয়ে গুরুত্বর আহত করে নুরু মিয়া ও তার ছেলেরা। পরে আলী আকবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ এক জনকে আটক করেছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএইচ

কুপিয়ে ‍খুন জমি নিয়ে বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর