চট্টগ্রামে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের হুমকির পর দুই যুবককে ধরে পিটুনি দিয়েছে জনতা। এতে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় সিরাজ কলোনিতে এই ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন, মোক্তার (২৭) ও সাইফুল (২৮)। মোক্তার খানপাড়া গ্রামের হামদু মিয়ার ছেলে। সাইফুল ঐ এলাকার কালু মিয়ার ছেলে ।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা সারাবাংলাকে বলেন, মোক্তার ও সাইফুল গত (বৃহস্পতিবার) রাতে দস্যুতা করতে সিরাজ কলোনিতে গিয়েছিল। কলোনির বাসিন্দাদের চিৎকারে এসময় স্থানীয় জনতা তাদের ঘিরে ফেলে। জনতার হাত থেকে বাঁচার জন্য তারা গুলিবর্ষণের হুমকি দেয়। এরমধ্যে আরও বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে যায় ও তাদের ধরে ফেলে। এরপর গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়।
পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সারাবাংলা/আরডি/এনএইচ