Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৩ হাসপাতালকে ২৭ লাখ টাকা জরিমানা


৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪১

।।  স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: রাজধানীতে র‌্যাবের অভিযানে মেয়াদউত্তীর্ণ রিএজেন্ট, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল আইটেম ও অনুপোযী পরিবেশে অপারেশন কার্যক্রম এবং বাড়তি টাকা আদায়ের অভিযোগসহ নানা অনিয়মের কারণে তিন হাসপাতালকে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত র‌্যাবের অভিযানে রাজধানীর মিরপুর রোডের শুক্রাবাদ থেকে সাইন্সল্যাব পর্যন্ত সড়কে অবস্থিত আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতাল, ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতাল ও প্যানোরোমা হসপিটাল নামে একটি হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করে।

ভ্রাম্যমান অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সারাবাংলাকে বলেন, আনোয়ার খান মর্ডান হাসপাতালে ম্যাটেরিয়াল রিএজেন্ট ও অপারেশন থিয়েটারে সার্জিক্যাল আইটেম তিন বছর আগের মেয়াদোর্ত্তীণ হওয়ার তাদেরকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে বাধ্যতামূলক পরীক্ষা না করেও রক্ত পরিসঞ্চালন করা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও দ্বিগুণ টাকা আদায়ের অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্যানোরমা নামের একটি হাসপাতালের প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ল্যাবের রিপোর্ট ডাক্তারের সাইন নকল করে রিপোর্ট প্রদান এবং সর্বশেষ অপারেশন থিয়েটারে চানাচুর মুড়ি, চিনি ও চিৎড়ি মাছও পাওয়া গেছে। যা অপারেশনের অনুপযোগী পরিবেশ। এসব অভিযোগে এ হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এসব অপরাধের বিরুদ্ধে র‌্যাব সর্বদা অভিযান অব্যাহত রাখবে। তবে আজকে অভিযুক্ত হাসপাতালগুলোকে কোনো মামলা দেওয়া হয়নি, শুধুমাত্র জরিমানা করা হয়েছে বলে জানান র‌্যাবের এক কর্মকর্তা।

সারাবাংলা/এসএইচ/এমআই

ভেজাল বিরোধী অভিযান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর