Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাস্টমস আধুনিকায়নে হটলাইন, ইনকোয়ারি পয়েন্ট ও ই-নিলামের উদ্বোধন


৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:২৮

।।  সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আরও আধুনিক হচ্ছে বাংলাদেশ কাস্টমস। কাস্টমসের নিলাম প্রক্রিয়া এখন থেকে হবে অনলাইনে। চোরাচালান প্রতিরোধে কাস্টমস হটলাইন ও মোবাইল অ্যাপ ব্যবহার করে জানানো যাবে চোরাকারবারিদের সব তথ্য। এ ছাড়া কাস্টমস সম্পর্কে যে কোনো তথ্য জানা যাবে অনলাইনে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘দ্য লাউঞ্জিং সেরিমনি অব ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট (এনইপি), কাস্টমস হটলাইন অ্যান্ড ই-অকশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ইউএসআইডির সহায়তায় কাস্টমসের এই আধুনিকায়ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কাস্টমসের আধুনিকায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার আরও ধাপ এগিয়ে গেল। এর মাধ্যমে কাস্টমের নানা ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে। তবে এ ধরণের যেকোনো অ্যাপ্লিকেশনে বাংলায় হওয়া উচিৎ।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে বাংলাদেশ যে স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জন করেছে আগামী দিনেও তা ধরে রাখতে সকলকে কাজ করতে হবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আমরা প্রথমবারের মতো ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট চালু করলাম। এর মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত কোনো তথ্য বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ জানতে পারবেন। প্রশ্ন কর্তা সাথে সাথেই তার উত্তর পাবেন। একইভাবে হটলাইনেও যে কোনো তথ্য জানানো যাবে। এতে চোরা চালান প্রতিরোধ হবে বলে আমাদের বিশ্বাস। চেয়ারম্যান আরও বলেন, অটোমেশন একটি চলমান প্রক্রিয়া। ডিজিটাল বাংলাদেশ গড়তে তা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

কাস্টমসের নতুন এই কার্যক্রম স্বাগতম জানিয়ে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, কাস্টমসের ডিজিটালাইজেশনর মাধ্যমে গ্রাহক পর্যায়ে অনেক ভোগান্তি কমবে। আর হটলাইনের মাধ্যমে তথ্য পাওয়ায় কাস্টমসে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আমার বিশ্বাস।

আয়োজকরা জানান, কাস্টমস হটলাইনের নাম্বার ০২৪৮৩২১১০০। ইমেইল করেও জানানো যাবে চোরাচালীদের তথ্য। আর কাস্টমসের ওয়েবসাইট ব্যবহার করে পাওয়া যাবে সব তথ্য।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিআর সদস্য (কাস্টমস অডিট, মর্ডানাইজেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড) খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, ইউএসআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর ডেরিক এস ব্রাউনসহ অনেকে। অনুষ্ঠানে এনবিআর ও ইউএসআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

ই নিলাম কাস্টমস

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর