Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা সরকারের’


৬ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বৃহস্প‌তিবার(৬ সেপ্টেম্বর) সকা‌লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষ্যে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে আলোচনা সভা, সেরা বিদ্যুৎ গ্রাহক‌দের মা‌ঝে ক্রেস্ট বিতরণ ও পরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এসময় তিনি বলেন, ‌বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।

রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফা‌তে মোহাম্মদ শ‌ফিকুল ইসলা‌মের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ স‌মি‌তি বো‌র্ডের সভাপ‌তি মাহমুদা আক্তার স্মৃ‌তিসহ অন্যান্যরা।

একই দিন দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকায় ন্যাশনাল ইন্স‌টি‌টিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেক‌নোল‌জির নবীন বরণ, কৃ‌তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠা‌নে যোগ দেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। এসময় তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি লায়ন মীর আব্দুল হালিম, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেক‌নোল‌জির প‌রিচালক শামীম মাহাবুব ভুঁইয়াসহ অনেকে।

বিজ্ঞাপন

এদিকে, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তাড়াবে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা, সেরা বিদ্যুৎ গ্রাহক‌দের মাঝে ক্রেস্ট বিতরণ ও র‌্যালিতে যোগ দেন তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী। সে সময় তি‌নি ব‌লেন, জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌প্নের সোনার বাংলা গড়‌তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ কর‌ছেন।

‌এসময় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, তারা‌বো পৌরসভা আওয়ামী লী‌গের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন ভুঁইয়া, তারা‌বো পৌরসভার স‌চিব তাজুল ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ স‌মি‌তি-১ এর তারা‌বো জোনাল অফিসের ডি‌জিএম ফ‌সিউল হক জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ স‌মি‌তি-১ এর স‌মি‌তি বোর্ডের সভাপ‌তি কা‌মিজ উদ্দিন ফরাজীসহ অনেকে।

সারাবাংলা/এনএইচ

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ হাসিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর