Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান ভিসায় প্রতারণা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তা


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কিছু প্রতারক চক্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ভাঙিয়ে আমেরিকান ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে লোকজনের অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকলকে এই বিষয়ে সতর্ক থাকার পরামরশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধরনের কোনো কর্মকাণ্ড দেখামাত্র নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানাতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এক বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে প্রচারিত প্রতারণামূলক ও বানোয়াট ভিডিওর ব্যাপারে সতর্কীকরণ’ শীর্ষক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ‘অতিসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রতারণামূলক ভিডিওতে দেখানো হয়েছে যে আমেরিকান পরিচয়ধারী এক দম্পতি বাংলাদেশে সফর করে কিছু বাংলাদেশীকে আমেরিকান ভিসা পাইয়ে দিয়ে, সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। এই ভিডিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ও লোগো ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অবৈধ ও অনভিপ্রেত।’

কোনো ব্যক্তিকে আমেরিকান ভিসা পাইয়ে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই, উল্লেখ করে বার্তায় বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর স্ক্রল মেসেজে কিছু ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা যোগাযোগের জন্য শেয়ার করা হয়েছে এবং তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলে দাবি করা হয়েছে, যা সঠিক নয়। প্রচারিত ফোন, ফ্যাক্স ও মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানায় যোগাযোগকারীদের কাছে অর্থ দাবি করা হয়েছে বলে বিভিন্ন ব্যক্তির কাছে অভিযোগ পাওয়া গিয়েছে। এই ধরণের কোনো উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমোদন বা সংশ্লিষ্টতা নেই বলে সকলকে অবহিত করা যাচ্ছে।’

বিজ্ঞাপন

সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বার্তায় আরও বলা হয়, ‘এমতাবস্থায়, এই প্রতারণাপূর্ণ, মিথ্যা ও বানোয়াট প্রচারণার ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা যাচ্ছে। এ ধরনের ভ্রান্ত প্রচারণায় প্রতারিত না হওয়ার ব্যাপারে সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে এবং কোনরকম প্রতারণার শিকার হলে তা সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

আমেরিকান ভিসা প্রতারণা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর