Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ৪০ জন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোরে দেশটিতে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তমকোমাই শহরের নিকটে ও ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ৩০ লক্ষ লোক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাপান, ভূমিকম্প

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভূমিকম্পের পর জরুরি কেবিনেট মিটিং ডাকেন। তিনি বলেন, প্রাণহানি এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়া, বিশ হাজার কর্মী উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বলে সরকারি সূত্রে জানানো হয়।

হোক্কাইডোর এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পটি দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিলো। আমি ভেবেছি আমার বাড়িঘর ধসে যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর মতে, হোক্কাইডোতে ১৯৯৬ সালের পর এটিই সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা। এর আগে, গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাপানের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় জেবি আঘাত হানে। টাইফুন ‘জেবি’র আঘাতে দেশটিতে ১০ জনের মৃত্যুসহ আরও প্রায় ৩০০ জন আহত হন। বাধাগ্রস্ত হয় ট্রেন, ফেরি ও বিমান ব্যবস্থা।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন:
ঘূর্ণিঝড় জেবির পর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

জাপান ভূমিকম্প হোক্কাইডো

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর