Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার


৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর ধানমন্ডির ৯/এ নম্বর রোডের একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌস আয়েশা (১৮) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এর আগে পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে।

আয়শার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভাংগাপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী মুন্সী।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, চার মাস আগে ৯/এ রোডের ৯৫ নম্বর বাড়ির ২য় তলায় রওশনা আরা বেগমের বাসায় কাজ শুরু করে আয়শা। গত (বুধবার) রাতে বাসার সবার সঙ্গে খেয়ে আয়েশা তার ঘরে ঘুমাতে যায়। সকালে তাকে ডেকে সাড়া না পাওয়ায় বাইরে থেকে দরজা খুলে দেখা যায় আয়েশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এসএসআর/এটি

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর