শর্ত না মানলে বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের হুঁশিয়ারী
৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৯ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : শর্ত মেনে চালাতে না পারলে বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা টাকা কামানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছেন, তাদের বলব অন্য ব্যবসায় চলে যান। টাকা আয়ের জন্য অন্য ব্যবসা করুন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করার দিন শেষ। মুনাফা করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলুন, শিক্ষা প্রতিষ্ঠান নয়। শর্ত মেনে চলতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।’
মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নতুন প্রজন্মকে শিক্ষিত করতে চাই। আমরা শিক্ষিত ও চরিত্রবান প্রজন্ম গড়ে তুলতে চাই যারা এই ডিজিটাল বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমরা গুণগত শিক্ষা চাই। সারা বিশ্ব আজ একাকার হয়ে গেছে। প্রতিযোগিতামূলক বাজারে আমাদের শিক্ষিত প্রজন্ম টিকতে না পারে, তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। কারণ আমাদের নতুন প্রজন্ম মেধার দিক থেকে দরিদ্র নয়।’
আগে খাদ্য আমদানির মতো আমাদের দেশে মেধাও আমদানি হত উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন আমরা মেধা রফতানি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলছি। আমরা শিক্ষিত প্রজন্ম চাই।’
পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে যেন কোন পার্থক্য না থাকে সেই বিষয়েও গুরুত্বরোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কেউ যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে নিজেকে বঞ্চিত মনে না করেন। কারণ বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কোন পার্থক্য করে না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছেন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করছেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে সবাই কিন্তু এক। চাকরিসহ সব ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমও বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এসএমএন