আসাদকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প : বব উডওয়ার্ডের নতুন বই
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫১
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আলোচিত ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ নিয়ে প্রতিবেদনের জন্য বিখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন। ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইটি প্রকাশের জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। তবে এরই মধ্যে নতুন বইয়ের বেশ কিছু অংশ প্রকাশ পেয়েছে ওয়াশিংটন পোস্টে।
সেখান হোয়াইট হাউজে ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খলা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাগামহীন কথাবার্তা ফাঁস করা হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও তার প্রশাসনের এমন অবস্থাকে বইটিতে বর্ণনা করা হয়েছে ‘সর্বোচ্চ ক্ষমতায় স্নায়ু বিপর্যয়’ হিসেবে। খবর বিবিসি।
বইয়ের চুম্বক অংশে আরও বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে গুপ্তহত্যার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে তিনি বলেন, তাকে (বাশারকে) হত্যা করো। যাও করে ফেল কাজটা। সেখানের অনেককে মেরে ফেলো।
তবে ম্যাটিস প্রেসিডেন্টের আদেশে কর্ণপাত করেননি।
আরেকটি গুরুতর অভিযোগ হলো, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহান ও হোয়াইট হাউজের স্টাফ সেক্রেটারি রোব পর্টার প্রেসিডেন্টের ডেস্ক থেকে কিছু কাগজপত্র সরিয়ে ফেলেন। প্রেসিডেন্ট সেগুলোতে স্বাক্ষর করে ফেললে নাফটা ও দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্য চুক্তিতে ট্রাম্প বাধা সৃষ্টি করতেন।
বইয়ের উল্লেখিত আরও কিছু তথ্য হলো:
চিফ অব স্টাফ জেনারেল জন কেলি বলেছেন, আমরা পাগলদের শহরে আছি। এটা আমার করা সবচেয়ে বাজে চাকরি।
আইনজীবী জন ডাউড ট্রাম্পকে ‘একজন মিথ্যাবাদী’ বলেন।
রেক্স টিলারসন ট্রাম্পকে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন।
ট্রাম্প তার এক চিফ অব স্টাফকে ‘ইঁদুরের’ সাথে তুলনা করেছেন। যে চারপাশে চিৎকার করে বেড়ায়।
প্রকাশিতব্য বব উডওয়ার্ডের নতুন বই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ও চিফ অব স্টাফ জেনারেল জন কেলি ও হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকবে স্যান্ডার্সকে জড়িয়ে বইয়ে উল্লেখ করা উদ্ধৃতিগুলো, প্রতারণামূলক ও জনগণের সঙ্গে কৌতুকের’ শামিল। বইটিতে অনেক মিথ্যা ও দুর্বল সূত্র ব্যবহার করা হয়েছে। ট্রাম্প বইটিকে একটি ‘বাজে বই’ বলে উল্লেখ করেছেন। সেইসাথে বব উডওয়ার্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন।
এছাড়া, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও বইটিকে ‘গভীর কল্পনাপ্রসূত পণ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যেসব ঘৃণার শব্দ আমি প্রেসিডেন্টকে বলেছি বলে বইটিতে উদ্ধৃত করা হয়েছে। সেসব আমি কখনো উচ্চারণ করিনি।
জন কেলি বলেন, আমি প্রেসিডেন্টকে কখনো ‘নির্বোধ বা পাগল’ বলিনি। তিনি এবং আমি দুজনেই জানি এটি একটি গাজাখুড়ি গল্প। প্রেসিডেন্টের কাছের লোকদের গায়ে কালিমা দেওয়ার এটি একটি নির্লজ্জ চেষ্টা।
তবে, বব উডওয়ার্ড স্বনামধন্য সাংবাদিক হিসেবে পরিচিত।পশ্চিমা সাংবাদিক মহলে বব উডওয়ার্ডের বিশ্বযোগ্যতা নিয়ে খুব কমই প্রশ্ন রয়েছে। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও বারাক ওবামাকে নিয়েও বই লিখেছেন। রাজনীতির প্রেক্ষাপট বিশ্লেষণে তিনি সবসময় অসাধারণ। ১৯৭০ সালে তুমুল আলোচিত মার্কিন ওয়াটারগেইট কেলেঙ্কারির ঘটনায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ভূমিকা উন্মোচন করেন বব উওডওয়ার্ড। পরবর্তীতে নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন।
সারাবাংলা/এনএইচ
‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ ডোনাল্ড ট্রাম্প বব উডওয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্র