Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলায় বনকর্মীর মৃত্যু


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গভীর বনে অবৈধ দখল উচ্ছেদের কাজে গিয়ে দখলদারদের হামলায় এক বনকর্মী মারা গেছেন।

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের হাতিমারা গভীর বনে এই হত্যার ঘটনা ঘটেছে।

নিহত বন বিভাগের কর্মীর নাম সাদেক মিয়া। তিনি হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের বনমালী হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনা সারাবাংলাকে বলেন, সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন হাসনাবাদ ফরেস্ট রেঞ্জের একদল কর্মকর্তা-কর্মচারি। এসময় দখলদাররা তাদের উপর বিভিন্ন ধরনের দেশি অস্ত্র নিয়ে হামলা করে। হামলার এক পর্যায়ে সাদের মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে সাদেক মিয়ার লাশ নিয়ে আসে।

এই ঘটনার পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন এসপি।

সারাবাংলা/আরডি/এসএমএন

ফটিকছড়ি বন বিভাগ বনকর্মী হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর