Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত


৩১ ডিসেম্বর ২০১৭ ১৪:৪১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের রাজ্জাক (৪৫) ও একই উপজেলার কুন্ডুরিয়া গ্রামের সেরাজুল ইসলাম (৩২), মজিবুর রহমান, শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তৌহিদুর রহমান ও সাথী বেগম।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, বাঘাবাড়ি ব্রিজের পাশে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় পাবনা থেকে ঢাকাগামী ইশা পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক ও সেরাজুল মারা যান। আহত হন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে নেয়ার পথে তৌহিদুর রহমান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী খাতুন ও মজিবুর রহমানের মৃত্যু হয়।

সারাবাংলা/এআই/টিএম/এমএ

অটোরিকশা দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর