তালাবদ্ধ আদালতের সামনে খালেদার আইনজীবীরা, দেয়ালে প্রজ্ঞাপন
৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:০১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা স্থানান্তর হওয়া পুরাতন কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে উপস্থিত না হয়ে বকশী বাজরের আলিয়া মাদ্রাসা আদালত কক্ষের সামনে অপেক্ষা করছেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকেই তারা আলিয়া মাদ্রাসা মাঠের স্থাপিত অস্থায়ী আদালতের তালবদ্ধ কক্ষের সামনে অবস্থান নেন। সেখানেই খালেদা জিয়ার আইনজীবীরা যুক্তিতর্কের শুনানির জন্য অপেক্ষা করতে থাকেন।
নাজিমউদ্দিন রোডের কারাগারে স্থাপিত বিশেষ আদালতে না গিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে অপেক্ষার কারণ জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিচারকাজ পরিচালনার বিষয়ে তারা কিছু জানেন না। এ বিষয়ে তাদের গেজেট বা নোটিশ দেওয়া হয়নি।
এ সময় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আমি এ মামলার নিয়োজিত আইনজীবী। আমার উপস্থিতি ছাড়া মামলার বিচারকাজ কিভাবে পরিচালনা হচ্ছে, আমি জানি না।
খালেদা জিয়ার পক্ষে আরেক আইনজীবী আমিনুল হক বলেন, কোর্টে কী হচ্ছে, তারা জানেন না। তাই তারা বকশী বাজার আলিয়া মাদ্রাসা অপেক্ষা করছেন।
এ অবস্থায় সকাল সোয়া ১১টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালত স্থানান্তর করতে আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন নিয়ে আসেন বিশেষ জজ আদালত-৫-এর এক কর্মকর্তা । পরে প্রজ্ঞাপনটি দেয়ালে লাগিয়ে দেন। তবে এতেও নতুন অস্থায়ী আদালতে ফিরতে নারাজ খালেদা আইনজীবীরা।
এ বিষয়ে খালেদিা জিয়ার আইনজীবী জাকির হোসেন সারাবাংলাকে বলেন, এজলাসে আদালত বসে আদালত স্থানান্তরের আদেশ না দিলে তারা শুনানিতে অংশ নেবেন না।
এর আগে, গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-৫-এর কার্যক্রম আদালত পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে স্থানান্তর করেন।
সারাবাংলা/এআই/ জেডএফ
খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বকশী বাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ অস্থায়ী আদালত বিশেষ জজ আদালত-৫