উদ্বোধনের অপেক্ষায় আকাশবীণা
৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:০০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১১:০২
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত বিমান বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণার প্রথম বাণিজ্যিক ফ্লাইটের উদ্বোধন করা হবে বুধবার (৫ সেপ্টেম্বর)।
দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিকি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশবীণার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।
উদ্বোধনের পর আকাশবীণার প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি মালেশিয়ার কুয়ালালামপুরে যাবে বলে গত ১ সেপ্টেম্বর জানিয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
গত ১৯ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল (অব.) ইনামুল বারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কোম্পানির কার্যালয় থেকে বিমানটি নিয়ে আসেন। এ নিয়ে বিমানের বহরে উড়োজাহজের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে।
এই ড্রিমলাইনার দিয়ে প্রথম ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ও ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে গত ২৯ আগস্ট ড্রিমলাইনারটির প্রথম পরীক্ষামূলক ফ্লাইট হিসেবে ঢাকা থেকে কলকাতায় যায় বলে জানান শাকিল মেরাজ। তিনি জানান, বোয়িংয়ের ক্যাপ্টেন রিচার্ড এম ডেনটন ও বিমানের জ্যেষ্ঠ পাইলট ক্যাপ্টেন ফজল আহমেদ ফ্লাইটটি পরিচালনা করেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাসহ ২৯ জন আরোহী নিয়ে প্রথম ফ্লাইটটি কলকাতায় যায়।
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটটিতে কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছিলেন শাকিল মেরাজ।
আরো পড়ুন : আকাশবীণা উড়বে ৫ সেপ্টেম্বর
সারাবাংলা/এসএমএন