‘কোনোভাবেই সংবিধানের লঙ্ঘন নয়’
৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:১১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি নাজিমউদ্দিন রোডের কারাগারে বিশেষ আদালতে স্থানান্তর কোনোভাবেই সংবিধানের লঙ্ঘন নয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।
মঙ্গলবার ( ৪ সেপ্টেম্বর) সারাবাংলাকে এ বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা জানান, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারেই একটি কক্ষে স্থাপিত বিশেষ আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি হয়েছে ।
তিনি জানান, এ সময় এ মামলার আসামি বজলুর রশীদের স্ত্রী জোবায়দা রশিদ কারাগারে স্থাপিত বিশেষ আদালতে এমন শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। কিন্তু তা খারিজ করেন আদালত। আর হাইকোর্টের চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আইনুনাগভাবে পরিস্থিতি বিবেচনায় যে কোনো জায়গায় বিশেষ আদালত বসতে পারে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার বিচারে আদালত স্থানান্তরের বিষয়ে বলেন, সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে তা সংবিধানের ৩৫(৩) ধারার লঙ্ঘন।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বলার জন্যই বলা।’
এ বিষয়ে সাবেক বিচারপতি নিজামুল হক সারাবাংলাকে বলেন, ‘সরকার চাইলে যে কোনো জায়গায় গেজেটের মাধ্যমে অাদালত ঘোষণা করতে পারে। তাতে আইনি কোনো বাধা নেই।’
আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে এমন বিশেষ আদালত ঘোষণার উদাহরণ অনেক আছে। বঙ্গবন্ধু হত্যা মামলা ছাড়াও এক এগারতে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত ও বিডিআর বিদ্রোহ মামলার শুনানিতে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার বিশেষ আদালত সহ অনেক উদাহরণ আমাদের আছে।
সারাবাংলা/ এজেডকে/জেডএফ