Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আলাদা স্থানে পানিতে ডুবে দুইটি শিশু মারা গেছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলা ও জীবননগর উপজেলায় এই দুটি ঘটনা ঘটে।

যে শিশুদুটি মারা গেছে তারা হলো-চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার হাসান আলীর ছেলে তাহমিন আলী (৮) ও জীবননগর কোর্টপাড়ার আবু তাহের রনির ছেলে রায়হান আলী (৪)।

শিশুদুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে শহরের রেলপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে মায়ের সঙ্গে গোসল করতে নামে শিশু তাহমিন। এসময় পানিতে ডুবে মারা যায় সে।

অন্যদিকে দুপুরে জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায় শিশু রায়হান।

দুজনকেই উদ্ধারের পর স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএমএন

চুয়াডাঙ্গা পানিতে ডুবে শিশু মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর