Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খড় কাটতে বেরিয়ে বাড়ি ফিরলেন লাশ হয়ে


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল গেট এলাকা থেকে গোলাম রহমান (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোলাম রহমান দামুড়হুদার মদনা গ্রামের বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলগেটের পাশের একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে গোলাম রহমানের বড় ছেলে হযরত আলী লাশটি সনাক্ত করেন। কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে।

হযরত আলী জানিয়েছেন, গোলাম রহমান মাঠে মাঠে খড় সংগ্রহ করে ঝাড়ু তৈরি করে তা গ্রামের মানুষের কাছে বিক্রি করতেন। মঙ্গলবারও খড় কাটার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হন তিনি। ধারণা করা হচ্ছে দীর্ঘ পথ হেঁটে খড় কাটার পর প্রচণ্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে রেললাইনের কাছে এসে তিনি মারা যান।

সারাবাংলা/এসএমএন

চুয়াডাঙ্গা বৃদ্ধ রেল গেট লাশ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর