Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ রিজভীর


৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বর্তমান সরকার দেশের ভোটারদের ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজবী একথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, “দেশের ভোটারদের ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করে ফায়দা লুটবার অভিনব চক্রান্ত শুরু করেছে আওয়ামী নেতা ও মন্ত্রীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ’জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে পরিস্থিতি ভয়াবহ হবে।’ আকস্মিকভাবে সাম্প্রদায়িক বিভাজনের বিষয়ে আওয়ামী নেতার এই বক্তব্য অশুভ চক্রান্তের ইঙ্গিতবাহী।”

রিজভী আরও বলেন, ‘আবহমান বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকার করতে নেমে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবরা। জনসমাজে সাম্প্রদায়িক ঐক্য যখন অটুট বন্ধনে গ্রোথিত, তখন ওবায়দুল কাদের সাহেবের আচমকা সাম্প্রদায়িকতা টেনে আনা দেশের মানুষকে পরিকল্পিত বিভাজনের দিকে ঠেলে দেওয়ার এক গভীর চক্রান্ত।’

শান্তি ও সহাবস্থানের মধ্যে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে জনগণের বসবাসের ওপর ওবায়দুল কাদেরের বক্তব্য মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ক্ষমতার মোহে মশগুল হয়ে আওয়ামী নেতারা মনের বিকারে প্রলাপ বকতে গিয়ে এখন সাম্প্রদায়িকতাকে সামনে নিয়ে আসছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ও সমাজের স্থিতিকে ভেঙ্গে ফেলতে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তবে বিএনপি প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করে না উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির আমলেই মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসও/এসএমএন

 

আওয়ামী লীগ বিএনপি রুহুল কবির রিজভী সাম্প্রদায়িক সম্প্রীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর