সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৪ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: সড়কের পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা ৭নং ওয়ার্ড সদস্য মোজাফফর রহমানসহ (৪৫) পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে হাকিমপুর থানায় বোয়ালদাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুজিবুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন।
মামলায় অভিযুক্ত ইউ’পি সদস্য মোজাফফর হিলির খাট্টাউছনা গ্রামের বাসিন্দা । অপর অভিযুক্তরা হলো- একই এলাকার আব্দুর রশিদ (৬০), সেকেন্দার আলী (৪২), মিজানুর রহমান (৬৫) ও তার ছেলে আব্দুস সবুর (৩০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ সারাবাংলাকে জানান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুকরিয়া পারভিন হিলির ছাতনি চারমাথা মোড়ে দুটি স মিলে অভিযান চালান। অভিযানে অবৈধভাবে স মিলে পরিচালনার দায়ে মিল দুটি জব্দ করা হয়। এ সময় সরকারি গাছের গুড়ি গুলো উদ্ধার করেন। এ ঘটনায় সোমবার রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
আরও পড়ুন
ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
সারাবাংলা/এমএইচ