Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাপগঞ্জ-টেকনাফ-সৈয়দপুর পৌরসভায় উপ-নির্বাচন ৩ অক্টোবর


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২০

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: সিলেটের গোলাপগঞ্জ, কক্সবাজারের টেকনাফ ও নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০(৩) অনুযায়ী আগামী ৩ অক্টোবর (বুধবার) এসব পৌরসভায় ভোট গ্রহণ করবে সংস্থাটি।

নির্বাচন কমিশন থেকে গত শনিবার (১ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ওই দিন (৩ অক্টোবর) সিলেটের গোলাপগঞ্জ পৌরসভায় মেয়র পদে, টেকনাফ পৌরসভায় ৩ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এবং সৈয়দপুর পৌরসভায় ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট গ্রহণ হবে।

গোলাপগঞ্জে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। টেকনাফ পৌরসভায় জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সৈয়দপুরে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এটি

উপ-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর