প্রধানমন্ত্রীর মন্তব্য শিশুসুলভ: ড. কামাল
৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘পকেটে সব সময় টিকেট থাকে’ নিজেকে নিয়ে এমন এই মন্তব্যকে ‘শিশুসুলভ’ বলে মত দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার (৩ সেপ্টেম্বর) মতিঝিলে নিজের চেম্বারে সারাবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ড. কামাল এ মত দেন। তাকে নিয়ে এই মন্তব্যটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরে গত রোববার (২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তাতে নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট গঠন, যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ও বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. কামালের বাসায় গত ২৮ আগস্ট রাতে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উঠে আসে।
এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন সর্ম্পকে প্রধানমন্ত্রী বলেন, ‘ওনার পকেটে সব সময় টিকেট থাকে।’
প্রধানমন্ত্রীর এ মন্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুক্তফ্রন্টের কার্যক্রম ও তাদের আন্দোলনের বিষয় নিয়ে ড. কামাল হোসেনকে নানা প্রশ্ন করা হয়। এসময় তিনি সারাবাংলাকে সেগুলোর খোলামেলা জবাব দেন।
প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর মন্তব্যে কষ্ট পেলেও তার মুখে নানা ধরনের মন্তব্য শুনে অভ্যস্ত হয়ে গেছি। প্রধানমন্ত্রীর মন্তব্য শিশুসুলভ ছাড়া আর কিছুই নয়। তারপরও মনে কষ্ট থেকে যাচ্ছে। কারণ আমি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছি। তার বিশ্বস্ত কর্মী ও সহচর ছিলাম।’
প্রবীণ এ রাজনীতিবিদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর বাকস্বাধীনতা আছে, তার হাতে মাইক আছে যা খুশি তা বলতেই পারেন। তার উক্তির বিচার বা মূল্যায়ন জনগণের উপর ছেড়ে দিয়েছি। তারা এর মূল্যায়ন করবে।’
আলাপকালে জাতীয় নির্বাচন নিয়ে আবারও ড. কামাল হোসেন উদ্বেগ প্রকাশ করেন। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন না হলে জাতিকে খেসারত দিতে হবে।’
যুক্তফ্রন্টের দাবির বিষয়ে কামাল হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দাবি সরকারকে মানতেই হবে। এজন্য আমরা শক্ত অবস্থানে যাবে।’
এছাড়া এসব দাবি আদায়ের জন্য যে সমস্ত পয়েন্টে আইনের আশ্রয় নেওয়া যায় সে পদক্ষেপও প্রয়োজনে নেওয়া হবে বলে জানান দেশবরেণ্য এই আইনজীবী।
চলতি মাসে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা শহরে জনসমাবেশ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা শহরে ২২ সেপ্টেম্বরের আগে বেশ কয়েকটি স্থানে সমাবেশ করা হবে, বলেও জানান এ নেতা।
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে সময় এখনও রয়েছে তার মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। সরকার সব কিছু ঠিকঠাক ভাবে না করলে অশুভ শক্তি ক্ষমতার দায়িত্ব নিতে পারে। আর সরকার সব কিছু ঠিক ভাবে সব কিছু সম্পন্ন করলে অশুভ শক্তি ক্ষমতায় যাওয়ার আশঙ্কা নেই।’
সারাবাংলা/এএইচএইচ/এমও