Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার


৩১ ডিসেম্বর ২০১৭ ১২:৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে সোনিয়া আক্তার (২৬) নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনিয়া বাগেরহাট সদরের কাশিমপুর কালিয়ার পাড় গ্রামের মৃত ফজলু শেখের সন্তান।

রবিবার সকাল ৮টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদর নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় তার ভাড়াটে বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জে থাকা তৃতীয় লিঙ্গের দলনেত্রী রুমা আক্তার দেবী বলেন, ‘শনিবার দিবাগত রাত ১২টার দিকে খাবার খেয়ে আমরা একই ঘরে শুয়ে পড়ি। রাত ৩টার দিকে জেগে দেখি সোনিয়া আড়ার সঙ্গে ঝুলে আছে। সোনিয়া দীর্ঘ ৭ বছর ধরে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া গ্রামে তার ৭/৮ জন সহকর্মীর সঙ্গে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, সোনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ও ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সারাবাংলা/জেএইচবি/টিএম

তৃতীয় লিঙ্গ বাগেরহাট মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর