Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় এসআইয়ের মৃত্যু: চালক কারাগারে


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: মিরপুরের রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমারের মৃত্যুর ঘটনায় দায়ী বাসটির চালক বেলাল হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ( ৩ সেপ্টেম্বর)  ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই খোকন চন্দ্র দেবনাথ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

এদিন আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে, রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে রাইনখোলায় ঈগল পরিবহনের একটি বাসের চাপায় পুলিশের এসআই উত্তম কুমার প্রাণ হারান। ঈগল পরিবহনের ওই বাসটি এর আগে আরেকটি দুর্ঘটনা ঘটিয়েছিল। সেই বাসটি জব্দ করে রুপনগর থানায় নেওয়ার সময় বাসটি মোটরসাইকেলে থাকা এসআই উত্তমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওই ঘটনায় নিহতের ভাই দীপংকর সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/জেডএফ

বাসচাপায় এসআইয়ের মৃত্যু বাসচাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর