Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা ডিবি অফিস থেকে আসামি পালানোয় ৩ পুলিশ বরখাস্ত


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে অস্ত্র ও ডাকাতি মামলার আসামি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিস্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

জানা গেছে, জেলার জীবননগর উপজেলার করর্চাডাঙ্গা গ্রামের জাহিদ হোসেনকে (৩০) শনিবার (১ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জীবননগর আন্দুলবাড়ীয়া এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় রাখা হয়। রোববার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে আসামি জাহিদ ডিবি কার্যালয় থেকে কৌশলে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) দায়িত্বে অবহেলার কারণে তিন পুলিশ কনস্টেবল মাসুদ, মহিদুল ও মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহকে প্রধান করে চার সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবারের মধ্যেই কমিটি তাদের প্রতিবেদন দেবে।

এছাড়া পলাতক আসামি জাহিদকে ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশ সুপার।

সারাবাংলা/এসএমএন

আসামি পলাতক কনস্টেবল বরখাস্ত চুয়াডঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর