Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিকেতনে গৃহকর্মীর লাশ উদ্ধার


৩১ ডিসেম্বর ২০১৭ ১২:০৯

ঢামেক প্রতিনিধি

ঢাকা: রাজধানীর নিকেতনের একটি বাসা থেকে সেতারা বেগম (৪০) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে নিকেতনের ৮নম্বর রোডের ২০৫/৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত সেতারা জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা গ্রামের মাহমুদুল হকের মেয়ে ।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার পোদ্দার লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর থেকে নিকেতনের ওই বাসার ৩য় তলায় হাবিবুর রহমানের বাসায় গৃহকর্মীর কাজ করতো।

গতকাল সকালে গৃহকর্তা হাবিবুর রহমান সপরিবারে বাইরে যায়। রাত ৯টার দিকে বাসায় ফিরে তালা খুলে ভিতরে ঢুকলে সেতারাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে সেতারা কে নামানো হলে তাকে মৃত পাওয়া যায়। পুলিশে খবর দেয়া হলে, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান গুলশান থানার উপ-পরিদর্শক।

সারাবাংলা/এসএ/এমএ

আত্মহত্যা গৃহকর্মী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর