Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে পিকআপ-ট্রাক সংঘর্ষে প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু


৩ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৯ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাভার : সাভারে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে এক প্রকৌশলীসহ তিনজন মারা গেছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫ জন।

সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মীর আখতার গ্রুপের ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম (৫৫), চালক খলিলুর রহমান (৬৫) ও যাত্রী নুরন্নবী।

সাভার মডেল থানার উপপরিদর্শক এস আই আজগর আলী জানান, মীর আখতার গ্রুপের একটি পিকআপে করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই তিনজন। এসময় তাদের বহনকারী ডাবল পিকআপটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এস এন সিএনজি পাম্পের সামনে পৌঁছলে সামনের আরেকটি দ্রুত গতির ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ডাবল পিকআপ ভ্যানটি। এসময় ঘটনাস্থলেই পিকআপে থাকা প্রকৌশলী জহুরুল ইসলামসহ তিনজন মারা যান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপটি থেকে লাশগুলো বের করে।

পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এছাড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন এসআই।

সারাবাংলা/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর