Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি সিনেট নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়লাভ


৩১ ডিসেম্বর ২০১৭ ১২:৪৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাভার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ পন্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে এ নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থীদের।

সিনেট নির্বাচনে আওয়ামীপন্থী অধ্যাপক শরীফ এনামুল কবীরের নেতৃত্বাধীন প্যানেল থেকে ১৮ জন, বিএনপিপন্থী প্যানেল থেকে ৬ জন আর আওয়ামীপন্থী আরেকাংশের প্যানেল থেকে ১ জন জয়লাভ করেছে।

আজ সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিপুল উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে ১১৯ জন প্রার্থীর মধ্যে যোগ্য ২৫ জনকে সিনেটর হিসেবে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

ফলাফলে অধ্যাপক শরীফ এনামুল কবীরের নেতৃত্বাধীন আওয়ামীপন্থী একাংশের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ মনোনীত ২৫ জন প্রার্থী মধ্যে ১৮ জন জয় যুক্ত হয়েছেন। তারা হলেন- খন্দকার মহিদ উদ্দিন,  মো. কায়কোবাদ হোসেন, অধ্যাপক শরীফ এনামুল কবীর , অধ্যাপক মো. আলমগীর কবীর, মোহাম্মদ সোহেল পারভেজ, আশীষ কুমার মজুমদার, শামীমা সুলতানা, কৃষ্ণা গায়েন, অধ্যাপক পৃথিলা নাজনীন নীলিমা। এছাড়া এ প্যানেল থেকে মহাব্বত হোসেন খান, শেখ মনোয়ার হোসেন, মো.  মোতাহার হোসেন, আবুল  কালাম আজাদ, মো. মেহদী জামিল, ইবায়দুল্লাহ তালুকদার, ইন্দু প্রভা দাস, মাসুদুর রহমান এবং আনোয়ার হোসেন মৃধা জয়লাভ করেছেন।

অন্যদিকে বিএনপিপন্থী ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী’ প্যানেল থেকে সিনেট নির্বাচনে ২৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ৬ জন জয়লাভ করেছে। এরা হলেন- অধ্যাপক মো. কামরুল  আহসান, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, শামীমা সুলতানা, শামছুল আলম, সাবিনা ইয়াসমিন ও অধ্যাপক মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

এদিকে আওয়ামীপন্থী আরেকাংশের প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল গ্রাজুয়েটস মঞ্চের’ ২৫জন প্রার্থী মধ্যে মাত্র ১জন জয়লাভ করেছে। তিনি হলেন- অধ্যাপক মো. আব্দুল মান্নান চৌধুরী।

নির্বাচনের সার্বিক বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ‘শাস্তিপূর্ণ ভাবে আমরা নির্বাচন শেষ করেছি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন নিয়ে সকল প্রার্থীরা সন্তুষ্ট।’

এর আগে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শনিবার  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেয় ভোটাররা। পরে বিকাল সাড়ে ৫টা থেকে ভোট গণনা শুরু হয় যা শেষ হয় আজ ভোর সাড়ে ৪টার দিকে। তারপর সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৪৩৭৩ গ্র্যাজুয়েট ভোটারদের মধ্যে ৩৬৩৫ গ্র্যাজুয়েট ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটারের ৮৩ শতাংশ।

সারাবাংলা/এসএস/টিএম

 

জাবি নির্বাচন সিনেট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর